- Song : Prem Tumi
- Telefilm/Natok : Angry Bird (2015)
- Singer : Tahsan
- Music Director : Sajid Sarkar
- Lyrics : Ador
- Label : Cd Choice
Prem Tumi Song Lyrics In Benglai From Angry Bird Bangla Natok. The Song Is Sung By Tahsan. Featuring By Tahsan Khan And Tisha.
Prem Tumi Lyrics :
আমার কল্পনা জুড়ে
যে গল্পেরা ছিলো
আড়ালে সব লুকোনো।
সেই গল্পেরা সব
রঙিন হল পলকে
তোমাকে হঠাৎ পেয়ে যেন।
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সে পথ শুধু নেই তুমি
বল কোথায় আছো অভিমানী।
আমার কল্পনা জুড়ে
যে গল্পেরা ছিলো
আড়ালে সব লুকোনো।
সেই গল্পেরা সব
রঙিন হল পলকে
তোমাকে হঠাৎ পেয়ে যেন।
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সে পথ শুধু নেই তুমি
বল কোথায় আছো অভিমানী,
অভিমানী..
সব থেকেও কি যেন নেই
তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে
আমার ভাল লাগা গুলো সব
তোমায় ভেবে সাজে রোজ রোজ এই মনে।
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সে পথ শুধু নেই তুমি
বল কোথায় আছো অভিমানী।
চেয়ে থাকা দূর বহুদূর
যে পথে আজও রয়ে গেছো স্মৃতির পাতায়
এসোনা আর একটি বার
স্বপ্ন যত সাজাতে আবার শুনছ কি আমায়।
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সে পথ শুধু নেই তুমি
বল কোথায় আছো অভিমানী।