Jodi Tumi Jante Lyrics-Minar Rahman

184
jodi tumi jante lyrics
  • Jodi Tumi Jante Song is Sung by Minar Rahman. Starring : Ziaul Faruq Apurba And Mehazabien Chowdhury. Music composed by Ahmmed Humayun And Song Lyrics In Bengali written by A Mizan.
  • Song : Jodi Tumi Jante
  • Singer : Minar Rahman
  • Tune & Music : Ahmmed Humayun
  • Lyrics : A Mizan
  • Writer & Director : Jakaria Showkhin
  • Production : Open Tee Bioscope
  • Label : Central Music and Video [CMV]

     Jodi Tumi Jante Lyrics In Bengali :

যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে,
যদি তুমি জানতে
কতটা ক্ষত তোমার অসুখে।
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায় ..

আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল।

যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে,
যদি তুমি জানতে ..

রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ,
রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ,
তবু পথ খুঁজে যায়, পথের সীমানায় ..

আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল।

জলে ছুঁয়ে যায়, চোখে বারেবার
তুমি না ফিরলে আমি হবো কার?
জলে ছুঁয়ে যায়, চোখে বারেবার
তুমি না ফিরলে আমি হবো কার?
তাই পথ খুঁজে যায় পথের সীমানায় ..

আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল।

যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে,
যদি তুমি জানতে
কতটা ক্ষত তোমার অসুখে।
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায় ..

আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল।

Previous articleKhola Janala Lyrics-Swat Band-Milu
Next articlePunorjonmo Lyrics-Chondropith Band