Pure Gelam Lyrics (পুড়ে গেলাম) গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Pure Gelam Lyrics (পুড়ে গেলাম) গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Pure Gelam Lyrics (পুড়ে গেলাম) গানের লিরিক্স টি ভাল লাগবে।
- Song: Pure Gelam
- Singer: Ibrahim Kamrul Shafin & Atiya Anisha
- Lyricist: Ibrahim Kamrul Shafin
- Music Arrangement & Composer: Jahid Nirob
Pure Gelam Lyrics By Punormilone:
পুড়ে গেলাম, নিভে গেলাম
এ কেমন সৃতি ঝর্ণা আগুন
না বুজেও মেনে নিলাম
এ কেমন নিতি বর্ষা না ফাগুন
সময় গেলে নাকি কমে ব্যাথা
তবে আমার কেনো শুধু বারে ব্যাথা
সময় গেলে নাকি কমে ব্যাথা
তবে আমার কেনো শুধু বারে ব্যাথা
মনের আয়নাতে কেনো দেখি তোমাকে
কেনো দিনে জোনাক ডাকে করুন শুনে
বিন্দু ্ফোটা জল কেনো আকে তোমাকে
কেনো দিনে ঝিঝি ডাকে জোছনা কাদে
সময় গেলে নাকি কমে ব্যাথা
তবে আমার কেনো শুধু বারে ব্যাথা
সময় গেলে নাকি কমে ব্যাথা
তবে আমার কেনো শুধু বারে ব্যাথা
বিদায় বেলাতে পারিনি তোমায় থামাতে
কিছুক্ষণ আরো দাড়াতে আমার সাথে
সুর কেনো চলে এতো দ্রুত গতিতে
আমার এ হৃদয় নদীতে দিতে ঢেউ থামাতে
সময় গেলে নাকি কমে ব্যাথা
তবে আমার কেনো শুধু বারে ব্যাথা
সময় গেলে নাকি কমে ব্যাথা
তবে আমার কেনো শুধু বারে ব্যাথা
পুড়ে গেলাম, নিভে গেলাম
এ কেমন সৃতি ঝর্ণা আগুন
না বুজেও মেনে নিলাম