Raja Ranir Bhalo Hok Song is Sung By Shreya Ghoshal From Bastushaap Bengali Movie. Starring : Parambrata Chattopadhyay, Raima Sen And Abir Chatterjee. Music Composed By Indraadip Dasgupta And Song Lyrics In bengali written by Srijato.
- Song : Raja Ranir Bhalo Hok
- Movie : Bastushaap (2016)
- Singer : Shreya Ghoshal
- Music Composer : Indraadip Dasgupta
- Lyrics : Srijato
- Directed by : Kaushik Gaunguly
- Produced by : GreenTouch Entertainment
Raja Ranir Bhalo Hok Song Lyrics In Bengali :
যেখানে সে নেই এমন গল্প বল
ধুয়ে যায় সময়, কি নোনা সে জল,
যে রূপকথায় কাঁদে চোখ
সে রাজা রাণীর ভালো হোক।।
জানলা, খুলে দি বৃষ্টি ঢুকে আসুক
ও.. কান্না, চিবুকের গন্ধ ভালোবাসুক।
যেন কেউ যায় না ফিরে,
মনকে রেখে শরীরে।
যেখানে সে নেই এমন গল্প বল
ধুয়ে যায় সময়, কি নোনা সে জল,
যে রূপকথায় কাঁদে চোখ
সে রাজা রাণীর ভালো হোক।।
দুচোখ, থেকে যায় একলা কোনও বাঁকে
পৌঁছে রাস্তার নাম কে মনে রাখে।
জানি কেউ আসবে না আর,
দরজায় শব্দ হাওয়ার।
যেখানে সে নেই এমন গল্প বল
ধুয়ে যায় সময়, কি নোনা সে জল,
যে রূপকথায় কাঁদে চোখ
সে রাজা রাণীর ভালো হোক।।