Rajkumar Lyrics (রাজকুমার) Shakib Khan

77
Rajkumar Lyrics

Rajkumar Lyrics Bengali Song Is Sung by Balam And Konal from Rajkumar Bengali Movie. Starring Shakib Khan And Courtney Coffey. This Bengali Film Directed by Himel Ashraf And Produced By Arshad Adnan. Rajkumar Lyrics In Bengali Title Song Written by Asif Iqbal. Music Composed by Akassh Sen And Programming by Bob SN.

  • Song : Rajkumar (Title Track)
  • Film : Rajkumar
  • Vocals : Balam And Konal
  • Lyricist : Asif Iqbal
  • Composer : Akassh Sen
  • Choreographer : Adil Shaikh
  • Director : Himel Ashraf
  • Producer : Arshad Adnan
  • Label : Versatile Media

Rajkumar Song Lyrics In Bengali :

জনম জনমের ভালোবাসা
তোমার আর আমার,
জনম জনমের ভালোবাসা
তোমার আর আমার,
তোমার রূপকথাতে
আমি হবো রাজকুমার,
তোমার রূপকথাতে
আমি হবো রাজকুমার।

সব পেরিয়ে তোমার কাছে
আসবো বার বার,
সব পেরিয়ে তোমার কাছে
আসবো বার বার,
তোমার রূপকথাতে
আমি হবো রাজকুমার,
তোমার রূপকথাতে
আমি হবো রাজকুমার,
ও ও .. তোমার রাজকুমার।

জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে
ডানা মেলে এ মন তোমার ছোঁয়াতে,
মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার
মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার,
তোমার রূপকথাতে
আমি হব রাজকুমার,
তোমার রূপকথাতে
আমি হবো রাজকুমার।

তুমি ছাড়া আমি ভাবিনা কখনো
তুমিহীনা হলে ভেঙে যায় স্বপ্ন,
পথ দেখিয়ে সুখে দুঃখে করো পারাপার
পথ দেখিয়ে সুখে দুঃখে করো পারাপার,
তোমার রূপকথাতে
আমি হবো রাজকুমার।

জনম জনমের ভালোবাসা
তোমার আর আমার,
আমার রূপকথাতে
তুমি হবে রাজকুমার,
তোমার রূপকথাতে
আমি হবো রাজকুমার।
ও ও .. তোমার রাজকুমার।

Previous articleBorbaad Lyrics (বরবাদ) Shakib Khan – Rajkumar
Next articlePagol Lyrics (পাগল) Ashes Band – Zunayed Evan