Rimjhim E Dharate Lyrics From Premer Kahini Bengali Movie. This Romantic Song Sung By Shaan & Shreya Ghoshal. Music By Jeet Gannguli. Starring: Dev And Koel Mallick.
- Movie Name – Premer Kahini
- Singer – Shaan & Shreya Ghoshal
- Music Composer – Jeet Gannguli
- Director – Ravi Kinagi
- Screenplay – N.K Salil
- Producer – Shree Venkatesh Films
Rimjhim E Dharate Lyrics In Bangla :
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
এই ভালোবাসাতে আমাকে ভাসাতে..
এলো মেঘ যে এলো ঘিরে
বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী,
মনে স্বপ্ন এলোমেলো
এই কি শুরু হলো প্রেমের কাহিনী (x2)
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে,
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে।
আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে
জাগেনি তো এতো আশা,
ভালোবাসা এ মনে (x2)
সে বৃষ্টি ভেজা পায়ে
সামনে এলে হায় ফোটে কামিনী,
আজ ভিজতে ভালো লাগে
শূণ্য মনে জাগে প্রেমের কাহিনী (x2)
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে,
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে।
শ্রাবণের বুকে প্রেম
কবিতা যে লিখে যায়,
হৃদয়ের মরু পথে
জলছবি থেকে যায় (x2)
জানি সেই তো ছিল আগে ঘুমে,
অনুভবে স্বপ্নচারিনী
আজ রাগে–অনুরাগে লেখে
বৃষ্টি দাগে প্রেমের কাহিনী (x2)
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে,
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে।