Sajna Lyrics (সাজনা) Shiekh Sadi – Chandrani Das

86
Sajna Lyrics

Sajna Lyrics bengali sad song is sung by Shiekh Sadi featuring Chandrani Das. This song tune by Jahid Antu, music composed by Shovon Roy and Song written by Biswajit Gomosta. Director of photography by Arnav Guha and Rakib Ahmmed.

Sajna Song Details :

  • Song : Sajna
  • Singer : Shiekh Sadi
  • Lyricist : Biswajit Gomosta
  • Tune : Jahid Antu
  • Music : Shovon Roy
  • Dop : Arnav Guha and Rakib Ahmmed
  • AD : Sumit Nath and Preetam mazumder
  • Post Production : Badboy Studios
  • Color : Rejaul Raju
  • Directed by : Rakib Ahmmed

Sajna Lyrics In Bengali :

একা তোকে ছাড়া
থাকবো ভাবতেই পারিনা,
স্বপ্ন দেখা তোকে নিয়ে, সাজনা।

ভাবিনা কিছুই তোকে ছাড়া
বুঝিনা কিছুই তোকে ছাড়া,
হলে তুই চোখের আড়াল
হয়ে যাই যেন দিশেহারা।

আমায় ছেড়ে তুই কখনো
দূরে চলে যাসনা,
একা তোকে ছাড়া
থাকবো ভাবতেই পারিনা,
স্বপ্ন দেখা তোকে নিয়ে, সাজনা।

কেন যে মন, লাগে এমন
আনমনা হয়ে থাকি সারাক্ষন,
ভালোবাসা গুলো আগলে রাখা
যায়না তোকে ছাড়া একা থাকা।

আমায় ছেড়ে তুই কখনো
দূরে চলে যাসনা,
একা তোকে ছাড়া
থাকব ভাবতেই পারিনা,
স্বপ্ন দেখা তোকে নিয়ে, সাজনা।

Previous articleAmi Natun Kore Gorbo Thakur Lyrics In Bengali
Next articleDube Achi Lyrics – Minar Rahman | Babli