Sandhya Belay Tumi Ami Song Is Sung by Asha Bhosle. Cover Version Song Is Sung by Mita Chatterjee, Miss Jojo, Partha Pratim Ghosh And Many Various Artists In Their Own Way. Sandhya Belay Tumi Ami Lyrics In Bengali Written by Swapan Chakraborty. Asha Bhosle Song Music Composed by Rahul Dev Burman.
- Song : Sandhya Belay Tumi Ami
- Singer : Asha Bhosle
- Music : R.D.Burman
- Lyrics : Swapan Chakraborty
- Label : Saregama India Ltd
Sandhya Belay Tumi Ami Song Lyrics In Bengali :
সন্ধ্যা বেলায়, তুমি আমি বসে আছি দুজনে
তুমি বলবে, আমি শুনবো, তুমি বলবে
আমি শুনবো শুনবো, তুমি বলবে।
সন্ধ্যাবেলায়, তুমি আমি বসে আছি দুজনে
তুমি বলবে, আমি শুনবো, তুমি বলবে
আমি শুনবো, তুমি বলবে।।
ঝিরি ঝিরি বাতাসে, দূরে ওই আকাশে
ডানা মেলে উড়ে চলি চলনা,
আর কিছু জানিনা, কোনো বাধা মানি না
যা বলিতে চাও তুমি বলোনা।
হাঁ, ঝিরি ঝিরি বাতাসে, দূরে ওই আকাশে
ডানা মেলে উড়ে চলি, চলনা,
আর কিছু জানিনা, কোনো বাধা মানিনা
যা বলিতে চাও তুমি বলোনা।
তুমি শুনবে .. আমি বলবো ও ও..
সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে
তুমি বলবে, আমি শুনবো তুমি বলবে
আমি শুনবো, শুনবো, তুমি বলবে।।
তুমি ছাড়া যেন গো ভাল যে লাগেনা
ছলছল চোখে হাসি আসে না,
আমি নেই আমাতে, তুমি নেই তোমাতে
আর কিছু মন ভালবাসেনা।
হাঁ, তুমি ছাড়া যেন গো ভাল যে লাগেনা
ছলছল চোখে হাসি আসেনা,
আমি নেই আমাতে, তুমি নেই তোমাতে
আর কিছু মন ভালবাসেনা।
তুমি বলবে, ভালবাসবো
সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে
তুমি বলবে, আমি শুনব তুমি বলবে
আমি শুনব, শুনব তুমি বলবে,
সন্ধ্যাবেলায় ..