Fresh Premium Tea Presents Shei Tumi Ke Lyrics By Tahsan Khan. Music Arranged by Sajid Sarkar. Kono Ek Bhore Dhowa Otha Cha Er Cup E Shei Tumi Ke Lyrics In Bengali Written by Tahsan.
- Song Name : Shei Tumi Ke
- Vocal, Music And Lyrics : Tahsan Khan
- Music Arrangement : Sajid Sarkar
Shei Tumi Ke Lyrics In Bengali :
কোনো এক ভোরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে,
তোমার সাথে সকাল দেখবো
সেই তুমি কে ?
কোনো এক বৃষ্টি দিনে
সূর্য উঁকি দিলে,
রংধনু খুঁজতে খুঁজতে
ভেসে যাবো মেঘের তুলিতে।
খালি পায়ে মেঠো পথে
বৃষ্টির সোঁদা গন্ধে হাত ধরে..
কোনো এক ভোরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে,
তোমার সাথে সকাল দেখবো
সেই তুমি কে ?
কোনো এক ছুটির দিনে
যখন আমি পিয়ানো দিয়ে
আমার সুরে নাচের মুদ্রায়
সেই তুমি কে ?
যার ছন্দের মুগ্ধতায়
কেটে যাবে বাকিটা জীবন,
ধোঁয়া ওঠা চায়ের কাপে
সেই তুমি কে, সেই তুমি কে ..
কোনো এক ভোরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে,
তোমার সাথে সকাল দেখবো
সেই তুমি কে ?