Shopoth Lyrics In Bangla-Batch 27-Minar Rahman,Apurba,Mithila

193
Shopoth Lyrics

Shopoth Lyrics from Batch 27 Bangla Natok Telefilm The song is sung by Minar Rahman Starring: Ziaul Faruq Apurba and Rafiath Rashid Mithila Tumi Chile Acho Ajo Song Lyrics written by Mizanur Rahman Aryan.

  • Telefilm: Batch 27 Last Page
  • Song: Shopoth
  • Singer: Minar Rahman
  • Lyrics: Mizanur Rahman Aryan
  • Music & Tune: Sajid Sarker
  • Director: Mizanur Rahman Aryan
  • Star Cast: Apurba & Mithila
  • Music Label: Cd Choice

Shopoth Lyrics In Bangla

সব যেন আছে আগেরই মতো,

শুধু হারিয়ে গেছে দুজনের দুটো পথ

জানি না ভুলে গেছো তুমি

আমি ভুলিনি সেদিনের নেয়া শপথ

তুমি ছিলে … আছো আজও

তুমি থাকবে … এ মনে

খুব নীরবে জড়িয়ে ধরে

বুকের ঘরে এক কোণে

জীবন হয়তো যাবে কেটে

কান্না, হাসি নিয়মে অনিয়মে

তুমি রবে তোমারই মতো

তোমার জন্য কথা জমা নীল খামে

তুমি ছিলে … আছো আজও

তুমি থাকবে … এ মনে

খুব নীরবে জড়িয়ে ধরে

বুকের ঘরে এক কোণে

যাও দৃষ্টির অগোচরে যতো

জেনো তুমি হারাবে না

শত মানুষের ভিড়ে

খুঁজবো তোমার ঠিকানা

জন্ম থেকে জন্মান্তরে

স্মৃতি গুলো যাবে রয়ে

তুমি ছিলে … আছো আজও

তুমি থাকবে … এ মনে

খুব নীরবে জড়িয়ে ধরে

বুকের ঘরে এক কোণে

তুমি ছিলে … আছো আজও

তুমি থাকবে … এ মনে

খুব নীরবে জড়িয়ে ধরে

বুকের ঘরে এক কোণে

Previous articleDurbin Lyrics-Unish 20-Taufiq Ahmed Priyo
Next articleShei Tumi Ke Lyrics-Tahsan Khan-Bengali Song