Shei Tumi Bangla Natok Song ,Apurba,Tanjin Tisha,Nazmul Roni,Bangla New Natok 2019.
Digital Platform: DeadLine Entertainment
Label: DeadLine Music Production
House: DeadLine Films
Studios: DeadLine
Studio Agency: NR Media Produced and Distributed by DeadLine Entertainment (DLE).
Shei Tumi Bangla Natok Song Lyrics
এত বড় পৃথিবীতে
একা কি থাকা যায়?
পাগল হয়ে খুঁজেছি আমি
কোথায় তুমি কোথায়?
চলেই যদি যাবে তবে
ভালোবাসতে শেখালে
ভেঙ্গেই দেবে স্বপ্ন যদি
তবে কেনো তা দেখালে।
যেই তুমি টা করে ছিলে প্রেমের সুচনা
সেই তুমিটাই করেছো তার কবর রচনা
থাকতেই যদি নাই বা পারো
কেনো পাশে দাড়ালে
কেনো দাড়ালে
ভেঙ্গেই দেবে স্বপ্ন যদি
তবে কেনো তা দেখালে…
নিজেকেই ভেবেছো
শুধু শুধু সাথ্যপড়ের মত
তোমারি অভাব করেছে ক্ষত বিক্ষত (২)
থাকতেই যদি নাই বা পারো
কেনো পাশে দাড়ালে
কেনো দাড়ালে
ভেঙ্গেই দেবে স্বপ্ন যদি
তবে কেনো তা দেখালে…