Ami To Valo Nei Lyrics, Eagle Music brings a new love song for Bengali music lovers by Samz Vai. Presenting official music video of Ami To Valo Nei: আমিতো ভালো নেই exclusively only on eagle music’s special music video channel “Eagle Music Video Station
Ami To Valo Nei by Samz Vai :
- Song: Ami To Valo Nei
- Singer: Samz Vai
- Lyrics & Tune: Samz Vai
- Music: Ankur Mahamud
- Starring: Zaher Alvi & Onteora
- Dop: Rajon Hossain Romm
- Edit: Imratul Islam
- Color: Shamim Hossain
- Graphic Design: Nadia
- Production: Sumon
- Makeover: Forhad
- Light Gaffer: Noir
- Story: Eagle Team
- Label: Eagle Music
- Directed: by Eagle Team
Ami To Valo Nei Song Lyrics In Bengali :
অন্ধকার ঘরের মাঝে,
ভাসে স্মৃতি চোখের ভাঁজে
কেউ রাখেনা এখন কারো খবর।
পড়ছে বুকে চোখের পানি
ইচ্ছে ছিল যতখানি,
নিজের হাতে দিলাম আমি কবর।
তুই আছিস ভালো ঠিকই
আমি তো ভালো নেই,
তিলে তিলে পুড়ছে হৃদয় তোরই অভাবে
আমি তোরে কত ভালোবাসি
বুঝলি না রে তুই,
তোরই কারণে আমি আজও কেঁদে যাই।
ইশারাতে কেন ডাকে তোরই ছায়া
বুঝি নাতো তোরই মাঝে কেমন মায়া।
একইসাথে পথ চলা,
কত-শত কথা বলা
কত স্বপ্ন দেখাইতি মোরে,
সেই সবই ভুইলা গিয়া
হাসি মুখে বিদায় দিয়া,
কেমনে তুই চইলা গেলি দূরে।
তুই আছিস ভালো ঠিকই
আমি তো ভালো নেই,
তিলে তিলে পুড়ছে হৃদয় তোরই অভাবে।
আমি তোরে কত ভালোবাসি
বুঝলি না রে তুই,
তোরই কারণে আমি আজও কেঁদে যাই।
ইশারাতে কেন ডাকে তোরই ছায়া
বুঝিনা তো তোরই মাঝে কেমন মায়া।
বলেছিলে ভুলিবে না
কেন এমন হলো ?
আছে কি তোর মনে আমায়
দেয়া কথা গুলো?
বলেছিলে ভুলিবে না,
আজ কেন এমন হলো
আছে কি তোর মনে আমায়
দেয়া কথা গুলো?
সারারাত এভাবে
কতকাল কেটে যাবে আমার,
তোর লাগি এ বুকে শুধু বেদনার চিৎকার।
আমি তোরে কত ভালোবাসি
বুঝলি না রে তুই,
তোরই কারণে আমি আজও কেদে যাই।
ইশারাতে কেন ডাকে তোরই ছায়া
বুঝি নাতো তোরই মাঝে কেমন মায়া।