Shobai Chole Jabe Song Is Sung By Imran And Palak Muchhal From Amar Ichchhe Kothay Bengali Album. Starring: Saira With Imran Mahmudul. Sobai Chole Jabe Lyrics In Bengali Written by Zulfiqer Russell.
- Song : Shobai Chole Jabe
- Album : Amar Ichchhe Kothay
- Singer : Imran & Palak Muchhal
- Lyrics : Zulfiqer Russell
- Tune & Music : Imran Mahmudul
- Production : Prekkha Greeho
- Music Label : Soundtek
Shobai Chole Jabe Song
সবাই চলে যাবে
একজনই পারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।
মন ভালো নেই
জানি মন তবু হারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না..
সবাই চলে যাবে
একজনই পারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।
এক জনই কেউ ভালোবেসে যাবে
থেকে থেকে দুঃখ শুধু পাবে,
করবেনা কেউ হিসেব নিকেশ
কারো ধার ধারবে না।
মন ভালো নেই
জানি মন তবু হারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না..
সবাই চলে যাবে
একজনই পারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।
একজন কেউ হৃদয় বুঝে নেবে
সাগর সেচে মুক্ত এনে দেবে,
চাইলেই পাবে, না চাইলেও
নিজের কথা ভাববে না।
মন ভালো নেই
জানি মন তবু হারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।
সবাই চলে যাবে
একজনই পারবে না,
হা.. একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।