Shudhu Tomari Jonyo Lyrics – Arijit Singh – Shreya Ghoshal

Shudhu Tomari Jonyo Title Song Is Sung by Arijit Singh And Shreya Ghoshal. Featuring: Dev, Mimi Chakraborty, Srabanti Chatterjee And Soham Chakraborty. Music composed by Indraadip Dasgupta And Shudhu Tomari Jonno Lyrics In Bengali written by Prasen.

  • Song : Shudhu Tomari Jonyo
  • Movie : Sudhu Tomari Jonno (2015)
  • Singer : Arijit Singh And Shreya Ghoshal
  • Music : Indraadip Dasgupta
  • Lyrics : Prasen
  • Director : Birsha Dasgupta
  • Presenter : Shrikant Mohta
  • Produced by : Shree Venkatesh Films

Shudhu Tomari Jonyo Song Lyrics In Bengali :

হতে পারি রোদ্দুর,
হতে পারি বৃষ্টি,
হতে পারি রাস্তা, তোমারই জন্যে।
হতে পারি বদনাম,
হতে পারি ডাকনাম,
হতে পারি সত্যি, তোমারই জন্যে।

হতে পারি গল্প,
তুমি কাছে টানলে,
হতে পারি জানলা,
এ হাওয়া ও তোমার কারনে।

শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী,
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী,
এসেছি হাজার বারণে ..

শুধু তোমারই জন্যে,
শুধু তোমারই জন্যে,
শুধু তোমারি জন্যে,
শুধু তোমারি জন্যে।

কথা দিলো রোদ্দুর,
কথা দিলো বৃষ্টি,
কথা দিলো রাস্তা, তোমারি জন্যে,
খেলা ধুলো সংসার,
আসা যাওয়া বার বার,
রাজি হলো ইচ্ছে তোমারি জন্যে।

হতে পারি গল্প,
তুমি কাছে টানলে,
হতে পারি জানলা,
এ হাওয়া ও তোমার কারনে।

শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী,
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী,
এসেছি হাজার বারণে..

শুধু তোমারই জন্যে,
শুধু তোমারই জন্যে,
শুধু তোমারি জন্যে,
শুধু তোমারি জন্যে।

Previous articleSagar Dake Aay Aay Lyrics – Asha Bhosle, Shreya Ghoshal
Next articleParbo Na Ami Charte Tokey Lyrics – Arijit Singh – Bonny & Koushani
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.