Sing Nei Tabu Naam Tar Singha Lyrics from Lukochuri Bengali Movie Starring: Mala Sinha, Anita Guha, Nripati Chatterjee. Same Song Sung By Rupam Islam From Shukno Lanka Bengali movie And Same Song is sung by Kumar Sanu from Kishore Kumar Junior 2018 Bengali Movie Starring: Prosenjit Chatterjee And Aparajita Auddy.
- Singer : Kishore Kumar
- Music Director : Hemanta Mukherjee
- Lyricist : Gauriprasanna Mazumder
Sing Nei Tobu Nam Tar Singho Lyrics In Bangla:
সিং নেই তবু নাম তার সিংহ,
ডিম নয় তবু অশ্ব ডিম্ব (x2)
গায়ে, লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা,
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক
দাও ভাই নাকে এক টিপ নস্যি,
খাও তারপরে একমগ লস্যি
লাগে, ঝুরি ঝুরি, সুড়সুড়ি হ্যাঁচ্চো হ্যাঁচ্চো,
ছিকছিক ছিক ছিক।
সিং নেই তবু নাম তার সিংহ,
ডিম নয় তবু অশ্ব ডিম্ব
গায়ে, লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা,
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক।
হা–হা–হা–হা..
দুই পায়ে পরে নাগরা,
যাও নয় হেঁটে আগ্রা
জামতলা, আমতলা, নিমতলা, পথে পাবে
নয় নয় এ তো ঠাট্টা,
খাও পেট ভরে গাঁট্টা
কাঁচকলা, কানমলা খাও তুমি কত খাবে
কাঁচকলা, কানমলা খাও তুমি কত খাবে।
টক টক টক টক টরেটক্কা,
আর কত দূরে বোগদাদ মক্কা
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা,
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক
সিং নেই তবু নাম তার সিংহ,
ডিম নয় তবু অশ্ব ডিম্ব
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা,
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক
গোলগাল বিশু নন্দী,
দিনরাত আঁটে ফন্দি
ঝুড়িঝুড়ি, ভুরিভুরি, বড় বড় কথা বলে
তাগড়াই বেঁটে বড়দা,
খায় পান সাথে জর্দা
কুলবাজি, ডিগবাজি, রকবাজি শুধু চলে
কুলবাজি, ডিগবাজি, রকবাজি শুধু চলে
এ বাড়ির খেঁদি চায় ভুরু কুঁচকে,
ও বাড়ির খেঁদা হাসে মুখ মুচকে
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা,
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক
সিং নেই তবু নাম তার সিংহ,
ডিম নয় তবু অশ্ব ডিম্ব
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা,
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক।