Sona Sona Rodete Lyrics ( সোনা সোনা রোদেতে ) is a track sung by Sanchari Naha Mukhopadhay. It is from a movie named Aaro Ekbaar. The film is starrring Rituparna Sengupta, Indrani HaldEr & Rupa Ganguly. Director of the film is Ariziet Halder Jhon. Download Sona Sona Rodete mp3 song Lyrics ( সোনা সোনা রোদেতে ) in Bangla.
Song Credits :
- Song: Sona Sona Rodete
- Movie: Aaro Ekbaar
- Singer: Sanchari Naha Mukhopadhay
- Lyrics: Raag Anuraag Music Research Academy
- Music: Smriti Laha
- Cast: Rituparna Sengupta, Indrani HaldEr & Rupa Ganguly
- Director: Ariziet Halder Jhon
- Lebel: Echo Entertainment Pvt Ltd
Sona sona rodete lyrics Bengali :
সোনা সোনা রোদেতেই ঝিরঝিরি হাওয়ায়
হাসি দিয়ে মনটাকে খুশির ছোঁয়ায় ।
সোনা সোনা রোদেতেই ঝিরঝিরি হাওয়ায়
হাসি দিয়ে মনটাকে খুশির ছোঁয়ায় ।
ছুটে যাই মেতে যাই
সব বাধা পেরিয়ে ভাই
বন্ধ দুয়ার ভেঙ্গে
আজ নতুন জীবন চাই ।
পেলাম নব জীবন ভুলবো যে ভাঙ্গা মন
নতুন করে গড়বো আজ প্রতিক্ষণ ।
আমরাও পারি বাঁচতৈ নিজের মতো চলতে
সব বাধা জিতবো করেছি পন ।
যদি আসে কালরাত্রি
একই পথের হবো যাত্রী ।
যদি আসে কালরাত্রি
একই পথের হবো যাত্রী ।
দিশাহীন হয়ে ভাসবো না আর
মোরা তিনজনো স্বাধীন ।