Sundari Radhe Aoye Bani Rabindra Sangeet Sung by Pousali Banerjee. Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore from Bhanushingher Podaboli.
- Song : Sundari Radhe awe Boni
- Written by : Rabindranath Tagore
- Parjaa : Written by Gobinda Das – 14
- Taal : Tritaal
- Singer : Pousali Banerjee
- Produced by : Sainik Dey
- Flute : Partha Sarathi Das
- Dubbed by : Pankaj
- Mix/ Master : Sainik Dey
- Label : SVF Devotional
Sundari Radhe Aoye Bani Song Lyrics In Bengali :
সুন্দরী রাধে আওয়ে বনি
সুন্দরী রাধে আওয়ে বনি
ব্রজরমণীগণ মুকুটমণি
সুন্দরী রাধে আওয়ে বনি
সুন্দরী রাধে আওয়ে বনি।।
কুঞ্চিতকেশিনি, নিরুপমবেশিনী
রস-আবেসিনী ভঙ্গিনি রে,
কুঞ্চিতকেশিনি, নিরুপমবেশিনী
রস-আবেসিনী ভঙ্গিনি রে,
অধরসুরঙ্গিণী, অঙ্গতরঙ্গিণী
সঙ্গিনী নব নব রঙ্গিণী রে,
সুন্দরী রাধে আওয়ে বনি
সুন্দরী রাধে আওয়ে বনি।।
কুঞ্জরগামিনী, মোতিমদশনি
দামিনী-চমক-নেহারিণী রে,
কুঞ্জরগামিনী, মোতিমদশনি
দামিনী-চমক-নেহারিণী রে,
আভরণধারিণী, নব অভিসারিণী,
শ্যামর হৃদয়বিহারিণী রে,
শ্যামর হৃদয়বিহারিণী রে।
নব অনুরাগিনী, অখিলসোহাগিনী
পঞ্চম রাগিনী মোহিনী রে,
নব অনুরাগিনী, অখিলসোহাগিনী
পঞ্চম রাগিনী মোহিনী রে,
রাসবিলাসিনী, হাসবিকাশিনী,
গোবিন্দদাস-চিত-শোহিনী রে
গোবিন্দদাস-চিত-শোহিনী রে।
সুন্দরী রাধে আওয়ে বনি
সুন্দরী রাধে আওয়ে বনি
ব্রজরমণীগণ মুকুটমণি
সুন্দরী রাধে আওয়ে বনি
সুন্দরী রাধে আওয়ে বনি।।