E Raat Song Is Sung by Nachiketa Chakraborty Bengali Song 2019. E Raat Oboshad Bengali Song Lyrics written by Nachiketa Chakraborty from Aay Deke Jay Bengali Album.
- Song : E Raat
- Album : Aay Deke Jay
- Vocal, Music & Lyrics : Nachiketa Chakraborty
- Director : Roopal & Soumyajit
- DOP : Sabyasachi Mandal
- Edit : Narayan Rana
- Music Label : Powerchord
E Raat Song Lyrics In Bengali :
এ রাত অবসাদ শেষ হবার আগে,
এ রাত অবসাদ শেষ হবার আগে,
তোমার দু’চোখ ফুলের মতন
আমার চোখে জাগে রে..
এ রাত অবসাদ শেষ হবার আগে।
সকাল যেন স্মৃতির মতন,
অলস ধোঁয়া মাখা।
রাতের চাদর দুচোখে যার
সে নিরলস জাগে।
এ রাত অবসাদ শেষ হবার আগে।
ভেসে আসা পাখির ডাকে
অশনি সংকেতে।
আকাশ যেমন ছিল তেমনি
থাকে অনুরাগে।
এ রাত অবসাদ শেষ হবার আগে।