Take Dekhte Pawar Ashay Lyrics – Nachiketa Chakraborty

100
  • Song Name : Take Dekhte Paowar Ashay
  • Singer : Nachiketa Chakraborty  

Take Dekhte Pawar Ashay:

তাকে দেখতে পাবার আশায়
কেটে যেত কত সকাল বিকেল (x2)
তার কথা ভেবে অংকেতে ফেল
বাবা ভেঙেছিল হাতে দু’টো স্কেল।
তাকে দেখতে পাবার আশায়
কেটে যেত কত সকাল বিকেল।

আজ ধূসর আলোতে,
সাদাতে কালোতে (x2)
ঝাপসা স্মৃতি হাতড়াই।
স্মৃতির কুয়াশা, সে যেন দুরাশা,
ব্যর্থতা ফিরে ফিরে পাই..
তাকে দেখতে পাওয়ার আশায়
কেটে যেত কত সকাল বিকেল।

স্বরস্বতী পূজো পাড়াতে
সব কিশোরেরা চায় মন হারাতে (x2)
হঠাৎ শাড়ীর সাজে দেখা তাকে
জীবন বাধ্য থমকে দাঁড়াতে।

আজ ধূসর আলোতে,
সাদাতে কালোতে (x2)
ঝাপসা স্মৃতি হাতড়াই।
স্মৃতির কুয়াশা, সে যেন দুরাশা,
ব্যর্থতা ফিরে ফিরে পাই..
তাকে দেখতে পাবার আশায়
কেটে যেত কত সকাল বিকেল।

Previous articleSawan Ka Nazara Lyrics – Chilekotha – Nachiketa Chakraborty – Ritwick
Next articleChol Khunji Lyrics – Nachiketa Chokraborty – Amar Aponjon