Kono Ovijog Nei Song Is Sung by Jisan Khan Shuvo. Tune And Music Composed by Yeasin Hossain Neru. Produced and Distributed by Central Music and Video. Bengali Sad Song Kono Ovijog Nei Lyrics In Bengali Written by Mehedi Hasan Limon. Starring Ehsan Anonno, Sonia And Jisan Khan Shuvo.
- Song : Kono Ovijog Nei
- Singer : Jisan Khan Shuvo
- Lyrics : Mehedi Hasan Limon
- Tune & Music : Yeasin Hossain Neru
- Director : Saikat Reza
- Edit : SM Tushar
- DOP : Bikash Saha
- Label : Central Music and Video [CMV]
Kono Ovijog Nei Song Lyrics In Bengali :
জীবন আমার পুড়ছে পুড়ুক
তাতে কি যায় আসে,
যারে ভালোবাসি সে অন্যের হয়ে হাসে।
দুঃখের কথা বলবো কারে
শোনার তো কেউ নাই,
ব্যথার নৌকায় কষ্টের জল
নীরবে ভাসাই।
মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা
তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না,
মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা
তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না।
বিশ্বাস করে তোকে আমি পরেছি প্রেমের রশ্মি
তাই বলেতো আজ আমি বিনা দোষে দোষী,
বিশ্বাস করে তোকে আমি পরেছি প্রেমের রশ্মি
তাই বলেতো আজ আমি বিনা দোষে দোষী,
আমার ব্যথা জানি রে তোর চোখে পড়বে না
তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না।
মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা
তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না,
মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা
তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না।
বলে সবাই পাগল আমায় প্রেমের রোগে রুগী
কেউ বোঝে না আজও আমি তোর মায়াতে ভুগি,
বলে সবাই পাগল আমায় প্রেমের রোগে রুগী
কেউ বোঝে না আজও আমি তোর মায়াতে ভুগি,
জোয়ার ভাটা আসলো গেলো তুই তো ফিরলি না
তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না।
মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা
তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না,
মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা
তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না।
জীবন আমার পুড়ছে পুড়ুক
তাতে কি যায় আসে,
যারে ভালোবাসি সে অন্যের হয়ে হাসে।
দুঃখের কথা বলবো কারে
শোনার তো কেউ নাই,
ব্যথার নৌকায় কষ্টের জল
নীরবে ভাসাই।
মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা
তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না,
মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা
তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না।