Tomar Naame Lyrics By Mahtim Shakib Presents Official Music Video of New Bangla Song 2020 “Tomar Naame”. This original song was written and tuned by Mahtim Shakib. Music Composition by Menon khan. This is the first time Mahtim Shakib sung his song with his own lyrics and tune. Hope we will have you on the journey of Mahtim Shakib’s Music career. Watch your favorite Bangla new song, Bangla Music Videos and many more exciting Cover Song on Mahtim Shakib YouTube Channel
Tomar Naame Lyrics Mahtim Shakib New Song 2020:
- Song written and tuned by : Mahtim Shakib
- Composition: Menon khan
- Cast: Shakir Zaman | Saima Orin
- DOP: Parbot Raihan
- Editor: Abu Nadim
- Director: Mahtim Shakib
Tomar Naame Song Lyrics Bangla:
আকাশের নীলে তাকিয়ে থেকে
তোমায় খুঁজেছি
ঝোড়ো হাওয়া এসে বলে
তুমি আছো কাছাকাছি
ডুবে তোমার গন্ধে আমি
কষ্ট ভুলে যাই
থাকবো পশে যত ঝড় আসে
শত দোটানায়
তোমার নামে এবুকে ঢেউ
তোমাতেই ভেঙে যায়
তোমার সুবাসে জোস্না আসে
ধূসর কুয়াশায়
তোমার নামে এবুকে ঢেউ
তোমাতেই ভেঙে যায়
তোমার সুবাসে জোস্না আসে
ধূসর কুয়াশায় হমও উ উ
স্পর্শে তোমার একি মায়া হৃদয়ে Bangcur
প্রহর হাতে রেখে হাত হাটবো বহুদূর
মহা প্রলয় এবুকে হায় তোমার ভাবনায়
তোমার নামে এবুকে ঢেউ তোমাতেই ভেঙে যায়।
তোমার সুবাসে জোস্না আসে ধূসর কুয়াশায়।
তোমার নামে এবুকে ঢেউ তোমাতেই ভেঙে যায়।
তোমার সুবাসে জোস্না আসে ধূসর কুয়াশায়।