SMRITIR FANUSH LYRICS -TAHSAN AND SHUSMITA ANIS

SMRITIR FANUSH SONG LYRICS Smritir Fanush is a romantic song sung by Tahsan Rahman Khan and Shusmita Anis.The music is composed by Menon Khan and Lyrics written by Tahsan & Mehedi Hasan Limon.The official music video of the song is featured by Tanjin Tisha & Irfan Sajjad.This song was released On 8th February 2020 under the banner of New Music Paradigm Company.

SMRITIR FANUSH LYRICS SONG CREDITS :

  • Song  : স্মৃতির ফানুস – Smritir Fanush
  •  Artiste: Tahsan & Shusmita Anis
  •  Lyrics :Tahsan & Mehedi Hasan Limon
  • Tune : Tahsan & Menon Khan
  •  Music Producer : Menon Khan
  •  Mix&Master : Tahsin Ahmed
  • Label: New Music Paradigm Company
  •  Release Date : Feb 8, 2020

SMRITIR FANUSH SONG LYRICS IN BANGLA:

যদি কখনো মনের ভুলে ভুল করে
আমায় মনে পরে যায়,
খুঁজে দেখো পাবে ঠিকি আমাকে

ওই আকাশের তাঁরায়।

একটু সময় দিয়ো আমায়,
সঙ্গে তোমার,
উড়াবো স্মৃতির ফানুশ।
তোমারই আঁচলে,
ঘুমিয়ে আদরের রাত,

সে রাত গুলো কোথায় হারালে।

তোমারই আঁচলে,
ঘুমিয়ে আদরের রাত,

সে রাত গুলো কোথায় হারালেম।

চেনা মোহনাতে ফিরে এসো,
স্মৃতির ফানুশ দেখো
আজো তোমায় ডাকে।
দেখো ডাকে,দেখো ডাকে,
দেখো ডাকে।
ভুল করে আজ স্বপ্ন দেখিনা,
ভুল করে আজ
ফানুশ উড়াইনা।
একটু সময় এতো কি বেশি
স্বপ্নে তোমায়,
আমি তো চাইতেই পারি।
তোমারই আঁচলে
ঘুমিয়ে আদরের রাত,
সে রাত গুলো কোথায় হারালে
তোমারই আঁচলে ঘুমিয়ে
আদরের রাত

সে রাত গুলো কোথায় হারালেম।

চেনা মোহনাতে ফিরে এসো,
স্মৃতির ফানুশ দেখো আজো তোমায় ডাকে।
চেনা মোহনাতে ফিরে এসো,
স্মৃতির ফানুশ দেখো আজো তোমায় ডাকে।
][ সমাপ্ত ][
Previous articleRaji Achi Lyrics Raj Barman | Paayel | Saurav
Next articleTomar Naame Lyrics | Mahtim Shakib | New Bangla Song 2020
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.