Aye Dekhe Jaa Lyrics Song Is Sung by Arijit Singh from Love Aaj Kal Porshu Bengali Movie. ভালোবাসায় সাদা আর কালোর মাঝে থাকে আঘাত, বিপদ, আর ভুলের নানা রং। সেই সব রং নিয়ে আসছে Pratim D. Gupta-র ছবি “লাভ আজ কাল পরশু”-র নতুন গান, “আয় দেখে যা”। The hit musical duo of singer Arijit Singh and composer Arindom Chatterjee returns with this beautiful song, with “Aye Dekhe Jaa” from “Love Aaj Kal Porshu”, written by Prase.
This Arjun, Madhumita, Paoli Dam starrer film releases this Valentine’s Day, 14th February 2020.
Aye Dekhe Jaa Lyrics by Arijit Singh :
- Song : Shune Ne
- Movie : Love Aaj Kal Porshu
- Singer : Arijit Singh
- Music : Arindom
- Lyrics : Prasen
- Direction : Pratim D Gupta
- Cinematographer : Subhankar Bhar
- Presenters : Shrikant Mohta & Mahendra Soni
- Producer : SVF Entertainment
- Programming: Crostec (Soumo-Subho)
- Sound Design & Mixing: Anindit Roy, Adeep Singh Manki
- Cinematographer: Subhankar Bhar
- Editor: Sanglap Bhowmik
- Background Score: Avijit Kundu
- Guitars: Aditya Shankar, Suvam Moitra
- Mixed & Mastered By: Suvam Moitr
Aye Dekhe Jaa Song Lyrics In Bengali :
আজকের সাদা গুলো কালো কাল
কালকের কালো গুলো পরশু ছাই,
আজকের ভালো গুলো সব উধাও
কালকের দিনগুলোয় ফিরতে চাই।
ধাঁধার মত জটিল জীবন
বোঝাতে কি চায়,
সাপের মতো প্রশ্ন হাজার
ঘিরে ঘিরে ধরছে আমায়..
আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত,
উড়তে চাওয়া যে মানা
ভেঙে গিয়েছে দু’ডানা
আয় দেখে যা, দেওয়ালে থেকে গেছে পিঠ।
বিপদের নামতা পড়ে মাথায় চড়ে রাগ
দু’হাতে কালসিটে আর মাথায় কালো দাগ,
এখন আর ফিরবো না রে তুফান হলে হোক
সময়ের দুর্বিপাকে লালচে হলো চোখ।
ভাবছি বসে কোন সে দোষে
কোথায় হলো ভুল,
কাঁদতে মানা যতই জীবন
গুনে গুনে নিক না মাশুল।
আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত,
উড়তে চাওয়া যে মানা
ভেঙে গিয়েছে দু’ডানা
আয় দেখে যা, দেয়ালে থেকে গেছে পিঠ।