Tui Amar Lyrics bengali song Singer by Imran Mahmudul | Atiya Anisha· Lyrics: Ahmed Risvy · Tune & Music: Imran Mahmudul·
Tui Amar Song Details :
- Song: Tui Amar
- Singer: Imran Mahmudul & Atiya Anisha
- Lyrics: Ahmed Risvy
- Tune & Music: Imran Mahmudul
Tui Amar Lyrics In Bengali :
তোর মনের মাঝে হারিয়ে গেছে আমার মন
দিনে রাতে সব এলোমেলো আমার এখন
মন আকাশে তুই তো চাদ ছাড়বো তোর হাত
বল না শুধু একবার তুই আমার তুই আমার
বল না শুধু একবার তুই আমার তুই আমার
হার মেনে যায় হৃদয় আমার পাগলামিতে তোর
থাকলে কাছে মেঘ সরে যায় আসে নতুন ভোর
ভালোবাসায় বাধবো তোরে রাখবো খুব মায়ায়
থাকিস তুই আমায় ছেড়ে আয় না কাছে আয়
মন আকাশে তুই তো চাদ ছাড়বো তোর হাত
বল না শুধু একবার তুই আমার তুই আমার
বল না শুধু একবার তুই আমার তুই আমার
আগলে রাখিস তুই আমাকে প্রেমের চাদরে
একটা জীবন আমি কাটাতে চাই তোরেই সাথে
তোর কারনে স্বপ্ন দেখি বাচার ইচ্ছে হয়
আসুক যতো বৈরি হাওয় হবেই প্রেমের জয়
মন আকাশে তুই তো চাদ ছাড়বো তোর হাত
বল না শুধু একবার তুই আমার তুই আমার
বল না শুধু একবার তুই আমার তুই আমার