Tui Ki Amar Hobi Re Lyrics song by Imran | Kona | Siam | Porimoni | Kabir Bakul | Bishwoshundori | Bangla Movie Song 2019 Love is in the air as current heartthrob Siam Ahmed & ethereal beauty Porimoni are coming together for the very first time at Bishwoshundori, the most awaited film of 2019. With music by Imran Mahmudul, heartfelt lyrics by Kabir Bakul and sung in the soulful voices of popular pair Kona & Imran, don’t be surprised if you feel a love overdose after watching this love song. Enjoy!
Tui Ki Amar Hobi Re Lyrics by Imran And Kona :
Song Credits:
Song: Tui Ki Amar Hobi Re
Lyrics: Kabir Bakul
Tune & Composition: Imran Mahmudul
Vocal: Kona & Imran
Cinematography: Khair Khandakar
Choreography: Sumon Rahman
Editor:Iqbal Kabir Jewel
Film Credits:
Movie:Bishwoshundori Director – Chayanika Chowdhury
Artist:Porimoni, Siam Ahmed, Alamgir, Chompa, Fazlur Rahman Babu, Monira Mithu, Anondo Khaled, Khaled Hossain Sujon, Hera, Simanto
Story, Screenplay, Dialogue: Rumman Rashid Khan
Producer:Sun Music and Motion Pictures Limited
Broadcast:Maasranga Television
Distributor:Jaaz Multimedia
Tui Ki Amar Hobi Re Lyrics by Imran And Kona :
রাতের সব তারা আছে
দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?
মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে
তুই জীবন-মরন সবই রে..
তুই কি আমার হবি রে?
আমার পথটা চলে যায়, তোরই দিকে
চোখের কলম, শত কবিতা লিখে,
এই হৃদয়ের ভালোবাসা দিয়ে
সেই কবিতা শুধু তোকে নিয়ে।
চোখ ভোরে তুই, দেখ পড়ে তুই
প্রেম কবিতায় তোকে ছুঁই
তুই চিনে নে সে কবি রে ..
তুই কি আমার হবি রে ?
রাতের সব তারা আছে
দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?
হৃদয় ক্যানভাসে মন রং মেখে মেখে
তোরই মুখ ছবি যাই নীরবে এঁকে,
সব ভালোলাগা মনে ছুঁয়েছে এসে
সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে।
মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে,
তুই দেখে নে সে ছবি রে..
তুই কি আমার হবি রে ?
রাতের সব তারা আছে
দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?