Mon Boila Kichu Nai This song singing by Shofiqul Lyric by Snehashish Ghosh Tune & Music by Imran Mahmudul. Directed by Saikat Reza Starring Arnab Antu, Sujon Habib & Anni Maccanied.Song Lyrics In Bengali Written by Snahashish Ghosh.
Mon Boila Kichu Nai Lyrics By Shofiqul:
- Song: Mon Boila Kichu Nai | মন বইলা কিছু নাই
- Singer: Shofiqul
- Lyrics: Snahashish Ghosh
- Tune & Music: Imran Mahmudul
- Album: Mon Boila Kichu Nai
- Label: Central Music and Video [CMV]
- Release Date: 05-12-2019
- Cast: Arnab Antu, Sujon Habib, Anni Maccanied & many more
- Dop: Bikash Saha
- Edit & VFX: Rejaul Raju
- GFX: Nahid Hossain
- Asst. Director: Aung Win
- Director: Saikat Reza
- Production: SR Films
- Produced and Distributed by Central Music and Video [CMV].
Mon Boila Kichu Nai Lyrics in bangla:
চোখের জলে বুক ভাসাইলাম,
চোখের জলে বুক ভাসাইলাম
ফিরাও দেখিস না,
পাষান দিয়া গড়া রে তুই
মন বইলা কিছু নাই।দিসলি তুই কথা ওরে
এই আমারি রবি,
দিসলি তুই কথা ওরে
এই আমারি রবি,
রাতারাতি ভুললি আমায়
ভুইলা গেলি সবই।চোখের জলে বুক ভাসাইলাম,
চোখের জলে বুক ভাসাইলাম
ফিরাও দেখিস না,
পাষান দিয়া গড়া রে তুই
মন বইলা কিছু নাই।আমি ছাড়া একলা চলন
পারতি না যে তুই,
মনে কি তোর পড়ে না রে
সেই কথা কিছুই।তিলে তিলে স্বপন আমার,
তিলে তিলে স্বপন আমার,
পুইড়া করলি ছাই,
পাষান দিয়া গড়া রে তুই
মন বইলা কিছু নাই।ভুইলা আমায় বাসবী ভালো
তুই আবার কারে,
একটা মানুষ কয়জনারে
মন দিতে পারে।দেখাইলি তুই যে রূপ আমায়,
দেখাইলি তুই যে রূপ আমায়
মানতে পারি না..
পাষান দিয়া গড়া রে তুই
মন বইলা কিছু নাই .