Tui Ki Kore Dili Lyrics from Ghare And Baire Movie The song is sung by Anupam Roy Starring: Jisshu Sengupta and Koel Mallick Ghore & Baire Bengali Movie Directed by Mainak Bhaumik.
- Movie: Ghare And Baire
- Vocal, Music & Lyrics: Anupam Roy
- Director: Mainak Bhaumik
- Guitar: Subhodip Banerjee
- Drums: Sandipan Parial
- Arranged & Programmed by: Nabarun Bose
- Presenter: Nispal Singh
- Music Label: Surinder Films
Tui Ki Kore Dili Lyrics In Bengali :
আমার চোখে চোখ রাখ তুই,
আমার কথা গুলো,
তোর হয়ে যেতে পারে
দুর্ঘটনা ঘটতে দে
আঙ্গুল গুনে ফেলা,
মনে পড়ে যেতে পারে (x2)
বাড়ি ফিরে, বাড়ি ফিরে
কি ভালো লাগে
নিচু হাসি, পাশাপাশি
কি ভালো লাগে।
তোর কথাতেই, ঘুরছি রোদে
চান খাওয়া নেই, চুল গুলোতে ..
তুই, তুই কি করে দিলি,
তুই এ কি করে দিলি রে,
বল না, বল না, বল না (x2)
নীরবতায় বাড়ছে রাত,
কিসের অভিমানে,
আমায় ছেড়ে যেতে পারে
কানের কাছে রাখছি হাত,
পেটের কথাগুলো,
ঠোঁটে আনা যেতে পারে ..
ক্রমাগত, কথা মতো,
এড়িয়ে গেলি তুই।
বিষমিশে, ফিসফিসে,
এড়িয়ে গেলি তুই।
তোর কথাতেই, ঘুরছি রোদে ,
চান খাওয়া নেই, চুল গুলোতে ..
তুই, তুই কি করে দিলি,
তুই এ কি করে দিলি রে,
বল না, বল না, বল না (x4)