Konna lyrics – Imran Mahmudul

24

Konna Lyrics Bengali song Singers: Imran & Kona Lyrics: Robiul Islam Jibon Tune & Music: Imran Mahmudul.

Konna Song Details :

  • Song: Konna
  • Singers: Imran & Kona
  • Lyrics: Robiul Islam Jibon
  • Tune & Music: Imran Mahmudul

Konna Lyrics In Bengali :

পথে পথে হাসি মেখে ফুলেরা গান ছড়ালো
উড়ে উড়ে কুহ সুরে পাখিরা গান শোনালো
আমি ডুবেছি মায়ায় আহা কি যে করে হায়
আমি ডুবেছি মায়ায় আহা কি যে করে হায়

গোপনে খুঁজি করে কন্যা কন্যা কন্যা রে
বলবো মনের কথা শোন না রে
কন্যা কন্যা কন্যা রে
বুকে বইছে প্রেমের বন্যা রে
কন্যা ও কন্যা ও কন্যা ও কন্যা

তোকে ঘিরে দিকের গোলা খুশি রং ছড়ালো
রংধনটা আমায় দেখে আদরে জোরালো
তোকে দেখে রাত নিশিতে ডাক পাঠালো যে চাঁদ
দারুন প্রেমে জোয়ারেতে ভাঙলো মনেরই বাদ

আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায়
আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায়
গোপনে খুঁজি করে ও কন্যা কন্যা কন্যা রে
বলবো মনের কথা শোন না রে
কন্যা কন্যা কন্যা রে
বুকে বইছে প্রেমের বন্যা রে

কন্যা কন্যা কন্যা রে
বলবো মনের কথা শোন না রে
কন্যা কন্যা কন্যা রে
বুকে বইছে প্রেমের বন্যা রে
কন্যা ও কন্যা ও কন্যা ও কন্যা

Previous articleIcchera lyrics – Asif Akbar | Nikita Gandhi
Next articleUjaan lyrics – Shreya Ghoshal