Vabte Pari Na Lyrics – Arman Alif

183
Vabte Pari Na Lyrics

Vabte Pari Na Lyrics Bengali Breakup Sad Song Is Sung by arman alif. Starring Arman Alif, Aanfi Sinha And Al Noor. Music Composed by Mmp Rony. Vabte Pari Na Lyrics In Bengali Written by Arman Alif.

  • Song : Vabte Pari Na
  • Singer : Arman Alif
  • Music : MMP Rony
  • Lyrics & Tune : Arman Alif
  • Directed by : Shuvro Mehrazz
  • Cinematography : Sheul Babu
  • Production : Shezu

  Vabte Pari Na Song Lyrics In Bengali :

আমি ভাবতে পারি না
অন্য আর একজন তোমাকে ছোঁবে,
আমি ভাবতে পারি না
তোমার পাশের বালিশে অন্য কেউ শোবে। (২)

যেদিন জানলাম অন্য মানুষ তোমায় ছুঁয়েছে
সেদিন থেকে মরে যাওয়ার ইচ্ছায় ধরেছে,
এমন তো হওয়ার কথা ছিলোনা প্রিয়া
কার সাথে হাসো আমার এ কান্না দিয়া?
আজও তোমায় স্বপ্ন দেখে ভাঙে আমার ঘুম
তারপর সারাটারাত কাটেরে নির্ঘুম।

তারপর হঠাৎ একদিন হইলো কি যে তোর
অন্য কারোর সাথে কথায় হয়ে যায় তোর ভোর,
আজীবন থাকার কথা কয়জনারে দিস?
কার ঠোঁটে মাখিস এখন মিষ্টি স্বাদের বিষ ? (২)

এমন তো হওয়ার কথা ছিলনা প্রিয়া
কার সাথে হাসো আমার এ কান্না দিয়া?
আজও তোমায় স্বপ্ন দেখে ভাঙ্গে আমার ঘুম
তারপর সারাটারাত কাটেরে নির্ঘুম।

আমি কতদিন হলো ঘুমানোর এক আশ্রয় পাইনা
কতদিন আমার মন খারাপের সাশ্রয় হয়না,
তোরে ভালোবাসি ভালোবাসি মিথ্যা কথা না
আয় জলদি ফিরে আয়, দূরে থাকা ভালো না। (২)

এমন তো হওয়ার কথা ছিল না প্রিয়া
কার সাথে হাসো আমার এ কান্না দিয়া?
আজও তোমায় স্বপ্ন দেখে ভাঙ্গে আমার ঘুম
তারপর সারাটা-রাত কাটেরে নির্ঘুম।

Previous articleHridoy Barota Lyrics – Minar Rahman – Pothe Holo Deri Natok Song
Next articleShunnota Lyrics – Shamiul Shezan -New Bangla Song 2024