VALOBASHAR PONGKTIMALA LYRICS – TAHSAN

122
VALOBASHAR PONGKTIMALA LYRICS

Valobashar Pongktimala Lyrics by Tahsan Rahman Khan Bangla New Song 2017 Music Composed by Bonny Ahmed Bhalobashar Pongktimala Song Lyrics written by T.M Shabbir.

  • Song: Valobashar Pongktimala
  • Singer: Tahsan
  • Lyric: T.M Shabbir
  • Music: Bonny Ahmed
  • Video Making: S.M Tushar
  • Label: Cd Choice

Valobashar Pongktimala Lyrics :

এক পা এগোতে গিয়ে ভুলে যাই পথঅচেনা সময়ের সে পুরনো শপথএক পা এগুতে গিয়ে ভুলে যাই পথঅচেনা সময়ের সে পুরনো শপথ
হঠাৎ এসে তুমি ধরেছিলে হাতদিয়ে গেলে আমাকে নতুন প্রভাততবু কেন তোমায় দুঃখ দিলামশুকনো আকাশের মেঘ ছড়ালাম
দেখ, ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুলকোনো এক ক্ষণে ভাঙাল সেই ভুলচলো, সব ছুড়ে ফেলে জীবন আঁকিদেখ, ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুলকোনো এক ক্ষণে ভাঙাল সেই ভুলচলো, সব ছুড়ে ফেলে জীবন আঁকিবৃথা সব অজুহাত, তোমায় ভালোবাসি
একাকী ছিলাম যখন এতটা কালবুঝিনি আমি ক্লান্ত সকাল-বিকালএকাকী ছিলাম যখন এতটা কালবুঝিনি আমি ক্লান্ত সকাল-বিকাল
চমকে এলে তুমি হাতে নিয়ে ধূপভেজালে স্বপ্ন আমার বৃষ্টিতে ঝুমএখন জানি আমি, ‘প্রেম মানে কী’এ যেন তোমার চোখের সব আকুতি
দেখ, ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুলকোনো এক ক্ষণে ভাঙাল সেই ভুলচলো, সব ছুড়ে ফেলে জীবন আঁকিদেখ, ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুলকোনো এক ক্ষণে ভাঙাল সেই ভুলচলো, সব ছুড়ে ফেলে জীবন আঁকিবৃথা সব অজুহাত, তোমায় ভালোবাসি
জীবন যেখানে যেমন ইচ্ছে মতোআমিও স্রোতে ভেসেছি যখন তখনভুলেছি নিজেকে আমি এতটা সময়বুঝিনি কী যে আছে ভালোবাসায়
এতদিনে জেনেছি, ‘ভালোবাসা কী’এ যেন পরাজয় জয়ের অনুভূতি
দেখ, ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুলকোনো এক ক্ষণে ভাঙাল সেই ভুলচলো, সব ছুড়ে ফেলে জীবন আঁকিদেখ, ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুলকোনো এক ক্ষণে ভাঙাল সেই ভুলচলো, সব ছুড়ে ফেলে জীবন আঁকিবৃথা সব অজুহাত, তোমায় ভালোবাসি।
Previous articleByabodhan Lyrics – Sohan Ali
Next articleTui Chara Ke Apon Lyrics – Rupak Tiary – Biyas Sarkar