- Aaj Milan Tithir Purnima Chand Song Is Sung by Kishore Kumar from Pratisodh Bengali Movie. Starring: Uttam Kumar, Soumitra Chatterjee, Sukhen Das, Robi Ghosh. Music composed by Ajoy Das. Aaj Milon Tithir Purnima Chand Bengali Song Lyrics written by Pulak Banerjee.
- Song : Aj Milan Tithir Purnima Chand
- Movie : Pratisodh (1981)
- Singer : Kishore Kumar
- Music Director : Ajoy Das
- Lyricist : Pulak Banerjee
- Label : Saregama India Ltd
Aaj Milan Tithir Purnima Chand Lyrics In Bengali :
আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ
মোছায় অন্ধকার।
ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার।
মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার।
সলাজে নত আঁখি, দুটি চোখ ভরে দেখি,
যে আঁখির তারায় তারায়,
লেখা ছিল নামটি আমার,
স্বপনের গাঁথা মালা,
পরিয়ে দিলাম কন্ঠে যে তার।
ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার।
মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার।
হৃদয়ের এতো আপন, যে ছিল সুদূর গোপন
সে এসে আজ সহসা,
প্রাণের কূলে আনলো জোয়ার
কি ভাষায় বলবো তারে,
তুমি আমার আমি তোমার।
ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার।
মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার।