Prem Boro Modhur-Lyrics – Kishore Kumar

  • Song: Prem Baro Madhur 
  • Singer & Composer: Kishore Kumar
  • Lyricist: Shibdas Banerjee

প্রেম যেন এক অতিথির মত,

কখনো জীবনে আসে,

ফুলডোরে বাঁধে,

কখনো আবার অশ্রু ঝরিয়ে চলে যায়

প্রেম বড় মধুর,

কভু কাছেকভু সুদূর (x2)

কখনো জীবনে ফুল ফোটায়ে

কখনো জীবনে ফুল ফোটায়ে

কাঁদিয়ে যায় সে দূর

প্রেম বড় মধুর,

কভু কাছেকভু সুদূর

প্রেম যেন নদীভাঙে আর গড়ে

জীবনের দুটি কূল ঘিরে

ভাঙাগড়া খেলাখেলে সারা বেলা

তীর ছুঁয়ে যায় ফিরে ফিরে

মিলনের গান গায়বিরহের কান্নায়

হৃদয়ে বাজায় নূপুর ..

ভাঙাগড়া ছন্দেকখনো আনন্দে

কখনো যে সুর বিধূর ..

প্রেম বড় মধুর,

কভু কাছেকভু সুদূর

কখনো জীবনে ফুল ফোটায়ে

কখনো জীবনে ফুল ফোটায়ে

কাঁদিয়ে যায় সে দূর

প্রেম বড় মধুর,

কভু কাছেকভু সুদূর

প্রেম যেন নারীআলো আর ছায়া

জীবনের নীলাআকাশ ঘিরে

কখনো সে মায়াকখনো আলেয়া

মায়াবিনী দুটি আঁখি তীরে

ছায়াছবি এঁকে যায়,

সুখে দুখে ঝঞ্ঝায়

আকাশে মেঘের সিঁদুর ..

প্রেম প্রীতি দ্বন্দেবকুলের গন্ধে

ভরে সে সকালদুপুর ..

প্রেম বড়ো মধুর,

কভু কাছেকভু সুদূর

কখনো জীবনে ফুল ফোটায়ে

কখনো জীবনে ফুল ফোটায়ে

কাঁদিয়ে যায় সে দূর

প্রেম বড় মধুর,

কভু কাছেকভু সুদূর ..Reviews