SE JENO AMAR PASHE Lyrics – Kishore Kumar

131
  • Singer – Kishore Kumar

সে যেন আমার পাশে আজও বসে আছে,

সে যেন আমার পাশে আজও বসে আছে

চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে,

চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে

সে যেন আমার পাশে আজও বসে আছে

ভেঙ্গে যাওয়া পাখির বাসার মত মন,

কিছু নেই তার বুকে আজ তো এখন

ডানা মেলে ফিরে কেন আসা তার কাছে,

ডানা মেলে ফিরে কেন আসা তার কাছে,

সে যেন আমার পাশে আজও বসে আছে

যেখানে প্রদীপ ছিল সেখানে আঁধার

নয়নের জল হয়ে ফিরে এল সে আবার (x2)

কোন তারা নেই আজ আকাশের গায়

আলেয়ার আলো এসে আলো দিয়ে যায়

জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে,

জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে,

সে যেন আমার পাশে আজও বসে আছে

চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে

সে যেন আমার পাশে আজও বসে আছে

Previous articleSei Falgun To Elo Lyrics – Kumar Sanu – Alka Yagnik
Next articleDharanir Pathe Pathe Lyrics – Lata Mangeshkar