Aashona Keno Basho Na Song is Sung by Arijit Singh And Prashmita Paul from Borbaad Bengali Movie. Starring: Bonny Sengupta And Rittika Sen. Music Composed by Arindom And Aashona Lyrics In Bengali Written by Prasen.
- Song : Aashona Keno Basho Na
- Film Name : Borbaad (2014)
- Singers : Arijit Singh And Prashmita Paul
- Music : Arindom Chaterjee
- Lyrics : Prasen
- Direction : Raj Chakraborty
- Script And Dialogues : Abhimanyu Mukherjee
- Presenter : Shrikant Mohta And Mahendra Soni
- Production : Shree Venkatesh Films
Aashona Keno Basho Na Song Lyrics In Bengali :
বলছি তোমার দিব্যি গেলে
আমি বড় শান্ত ছেলে,
দেখছি তোমায় সুযোগ পেলে
শুনে বুঝি বিষম খেলে।
পড়ে গেছি ইশকেতে
আছি বড় রিস্কেতে,
খালিপিলি মিস্ করে যাই
একটু যদি মিশতো সে।
রাগারাগি কম করে
মনটা নরম করে,
এসএমএস-এ হলেও যদি
বলত আমায় সে..
আসো না কেনো বাসো না
ভালো লাগে না যে আমার..
ও.. ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু-এক বার।
বলো ঝাঁপ দেবে কি
গভীর জলে,
এক্ষুনি দাও, জয় মা বলে
না না বাবা দরকার নেই থাক।
এ যে চেষ্টা তোমার
বড্ড বেশি,
ভীষণ কাঁচা, মনটা দেশী
গরুর মুখে শুনছি ঘোড়ার ডাক।
মম.. জমে গেছি ইশকেতে
ভাল এই রিস্কেতে,
রোজরোজ মিস্ করে যাই
একটু যদি মিশতো সে,
ভুল করে তাকালে
চেনা চোখে বাঁকালে,
দূরে দূরে থেকেও
আমি থাকছি কাছে খুব..
আসোনা কেনো বাসোনা
ভালো লাগে না যে আমার,
ওও.. ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু-এক বার।
জানি মনটা তোমার
মানছে নাকো,
মেজাজ কেনো, মাসল দেখো
মুখেই খালি ছোটাও কথার রেল।
কত মাইনে তোমার
সবটা দেবো,
হাতখরচা, অল্প নেবো
বুদ্ধি তোমার করেছে ব্রেকফেল..
মম.. পড়ে গেছি ইশকেতে
আছি বড় রিস্কেতে,
খালিপিলি মিস্ করে যায়
একটু যদি মিশতো সে,
রাগারাগি কম করে
মনটা নরম করে,
এসএমএস-এ হলেও যদি
বলত আমায় সে..
আসো না কেনো বাসো না
ভালো লাগে না যে আমার,
ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু-এক বার।