Ghar Aaja Song Is Sung by Arijit Singh From Mrs Sen Bengali Movie. Starring: Rituparna Sengupta, Rohit Roy And Hrishita Bhatt. Music Composed by Indradeep Dasgupta And Ghar Aja Lyrics In Bengali Written by Srijato.
- Song : Ghar Aaja
- Movie : Mrs. Sen (2013)
- Singer : Arijit Singh
- Music : Indradeep Dasgupta
- Lyrics : Srijato
- Story & Directed by : Agnidev Chatterjee
- Produced by : Pankaj Agarwal
Ghar Aaja Song Lyrics In Bengali :
ঘর আজা ঘর আজা,
পিয়া মোরা ঘর আজা,
ঘর আজা, ঘর আজারে।
হুঁ.. তোমাকে আবার
ভালো করে চেনা
কথা দাও এবার, হারিয়ে যাবেনা,
ও.. তোমাকে আবার
ভালো করে চেনা
কথা দাও এবার, হারিয়ে যাবেনা।
ও ও.. ঘর আজা ঘর আজা,
পিয়া মোরা ঘর আজা,
ঘর আজা, ঘর আজারে ..
এখনো কাছে, চিঠিরা আছে
আমার কথারা তোমার ভাষায়,
মুঠোর আদরে, স্মৃতিরা ঘোরে
দু ঠোঁট হারালো কার কুয়াশায়?
এত কাছে এসে, ভালোবেসে শেষে,
এত কাছে এসে, ভালোবেসে শেষে
ফেরাবে কে ফেরাবে ?
ঘর আজা ঘর আজা,
পিয়া মোরা ঘর আজা,
ঘর আজা, ঘর আজারে।
তোমার দু হাতে, সাজানো রাতে
রাখবো নিজেকে দূর সীমানায়,
আসবে কি ফিরে? চোখের শরীরে
এমন ফেরা তো তাকেই মানায়।
এতো কাছে এসে, ভালোবেসে শেষে,
এতো কাছে এসে, ভালোবেসে শেষে
ফেরাবে কে ফেরাবে ?
ঘর আজা ঘর আজা,
পিয়া মোরা ঘর আজা,
ঘর আজা, ঘর আজারে।
তোমাকে আবার
ভালো করে চেনা
কথা দাও এবার, হারিয়ে যাবেনা,
তোমাকে আবার ..
ভালো করে চেনা
কথা দাও এবার, হারিয়ে যাবেনা।
ও ও.. ঘর আজা ঘর আজা,
পিয়া মোরা ঘর আজা,
ঘর আজা, ঘর আজারে ..