This Song Sung By Shreya Ghoshal. Starring: Konkona Sen Sharma, Aparna Sen, Srijit Mukherji, Rajat Kapoor, Priyanshu Chatterjee, Kaushik Sen And Others.
- Movie Name – Iti Mrinalini
- Song – Ojana Kono Golpo Bole
- Singer – Shreya Ghoshal
- Music Composer – Debojyoti Mishra
- Director – Aparna Sen
Ajana Kono Golpo Bole Lyrics In Bengali :
অজানা কোনো গল্প বলে মেঘলা নীল,
অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল (x2)
না পড়া কবিতা এলো ঢেউ হয়ে,
যায় হারিয়ে খুঁজতে গিয়ে অন্ত্যমিল।
অজানা কোনো গল্প বলে মেঘলা নীল,
অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল।
ফিসফিসিয়ে বললো কথা যেই ঝিনুক,
ক্যাসরিনা লজ্জা পেয়ে ঢাকলো মুখ (x2)
চিলতে জলে আয়না হলো এ বিকেল,
চাওয়া পাওয়া এ হাওয়াতে আজ মিশেল।
বালির প্যালেট পায়ের তুলি জলের রঙে,
আমি আঁকি যখন তখন
বিষন্ন এক মন কেমন।
বালির প্যালেট পায়ের তুলি জলের রঙে
আকাশ ধোঁয়া রঙ মিছিল।
অজানা কোনো গল্প বলে মেঘলা নীল,
অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল
না পড়া কবিতা এলো ঢেউ হয়ে,
যায় হারিয়ে খুঁজতে গিয়ে অন্ত্যমিল।
লা লা লা.. মেঘলা নীল,
হুঁ হুঁ হুঁ.. একলা চিল।