Jao Pakhi Bolo Song Is Sung by Shreya Ghoshal from Antaheen Bengali Movie. Featuring: Radhika Apte And Rahul Bose. Music Composed By Shantanu Moitra. Jao Pakhi Bolo Hawa Cholo Cholo Lyrics In Bengali Written by Anindya Chatterjee And Chandril Bhattacharya.
- Song : Jao Pakhi Bolo
- Movie Name : Antaheen (2009)
- Singers : Sreya Ghoshal & Pranab Biswas
- Music Composer : Shantanu Moitra
- Lyricist : Anindya Chatterjee & Chandril Bhattacharya
- Director : Aniruddha Roy Chowdhury
- Cinematography : Abhik Mukhopadhyay
- Label : Saregama Bengali
Jao Pakhi Bolo Song Lyrics In Bengali :
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে-কানাচ।
আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে কানাচ।
ও.. যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে-কানাচ।
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে.. হুঁ হুঁ হুঁ..
যাও পাখি বলো হাওয়া ছলো ছলো
আবছায়া জানলার কাঁচ।
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে-কানাচ।
আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ।