Amake eka Rekhe lyrics Minar Rahman | Antu | Papia , Amake eka rekhe lyrics by Jamal Hossain. Amake eka rekhe lyrics song sung by Minar Rahman. Amake eka rekhe lyricssong casted by Nusrat Papia, Arnab Antu.
Amake eka Rekhe lyrics Minar Rahman :
Song: Amake Eka Rekhe (আমাকে একা রেখে)
Album: Amake Eka Rekhe
Singer: Minar Rahman
Lyrics: Jamal Hossain
Tune & Music: Hridoy Hasin
Cast: Nusrat Papia, Arnab Antu
Amake eka rekhe lyrics In Bangla :
আমাকে একা রেখে যেদিন চলে গেলে
কেঁদেছি সেদিন আমি বহুক্ষন ধরে ।
আমাকে একা রেখে যেদিন চলে গেলে
কেঁদেছি সেদিন আমি বহুক্ষন ধরে ।
কান্নার জলে জন্ম নিয়েছিলো একটি নদী
দেখতে সে নদী তুমি ফিরতে পেছন যদি ।
আমাকে একা রেখে যেদিন চলে গেলে
কেঁদেছি সেদিন আমি বহুক্ষন ধরে ।
ফিরবে না জানি তবুও মানেনি তো মন
ভাবনি কখনো জীবন হবে যে এমন ।
পাইনি খুঁজে প্রশ্নের কোন উত্তর
ভলোবাসা আমার কেন গেলো বিফলে ।
কান্নার জলে জন্ম নিয়েছিলো একটি নদী
দেখতে সে নদী তুমি ফিরতে পেছন যদি ।
আমাকে একা রেখে যেদিন চলে গেলে
কেঁদেছি সেদিন আমি বহুক্ষন ধরে ।
বুঝলে না কত ভলোবেসেছি তোমায়
বিনিময়ে কিছুই দিলে না তো তুমি আমায়
কি করে কটাই বলো এ শূন্য জীবন
যে কথা তুমি আমায় যাওনি বলে ।
কান্নার জলে জন্ম নিয়েছিলো একটি নদী
দেখতে সে নদী তুমি ফিরতে পেছন যদি ।
আমাকে একা রেখে যেদিন চলে গেলে
কেঁদেছি সেদিন আমি বহুক্ষন ধরে ।