Sei Tumi Akjona Lyrics Bengali Song Is Sung by Avraal Sahir And Haimanti Rakshit Das from Cheyechi Tomar Hote Bangla Natok Song. Starring Farhan Ahmed Jovan And Keya Payel. Sei Tumi Akjona Lyrics In Bengali Written by Avraal Sahir. Cheyechi Tomar Hote Bengali Drama Directed by Mohidul Mohim And Producer is Tanvir Mahmood.
- Song : Sei Tumi Akjona
- Drama : Cheyechi Tomar Hote
- Singer : Avraal Sahir & Haimanti Rakshit Das
- Composer & Lyricist : Avraal Sahir
- Screenplay & Direction : Mohidul Mohim
- Script : Sohail Rahman
- Produced and Distributed by : Sultan Entertainment
Sei Tumi Akjona Song Lyrics In Bengali :
যেখানে যতদূরে যাই
অজানা এক মায়া কাছে টানে।
বুঝিনি আগে আমি
ভালোবাসার কি মানে।
স্বপ্নে যার আনাগোনা
জানো কি, জানো না,
সেই তুমি, সেই তুমি
সেই তুমি একজনা।
এই মনেরই ঠিকানা
বোঝো কি, বোঝো না
সেই তুমি, সেই তুমি
সেই তুমি একজনা।।
তোমাকে পেয়েছি, যেমনি চেয়েছি
এতো সুখের জীবন পাবো কোথায়।
হৃদয়ে, হৃদয়ে, যাবো তোমায় ছুঁয়ে
থাকবো মনের মতন রাখবে যেথায়।
স্বপ্নে যার আনাগোনা
জানো কি, জানোনা,
সেই তুমি, সেই তুমি
সেই তুমি একজনা।
এই মনেরই ঠিকানা
বোঝো কি, বোঝোনা
সেই তুমি, সেই তুমি
সেই তুমি একজনা।।
মিষ্টি কোনো সুরে, ডাকবো আদরে
বুকেতে জড়াবো ভীষণ মায়ায়।
সাদাসিধে মনে, কিছুটা গোপনে
তোমায় এঁকেছি প্রেম আল্পনায়।
স্বপ্নে যার আনাগোনা
জানো কি, জানো না,
সেই তুমি, সেই তুমি
সেই তুমি একজনা।
এই মনেরই ঠিকানা
বোঝো কি, বোঝোনা
সেই তুমি, সেই তুমি,
সেই তুমি একজনা।।