Amaroto Gaan Chilo Song is Sung by Kishore Kumar from Dolan Chapa Bangla Movie. Starring: Prosenjit Chatterjee, Ranjit Mullick, Sandhya Roy. Msuic composed by Kanu Bhattacharya And Amaro To Sadh Chilo Asha Chilo Mone Bengali Song lyrics written by Pulak Bandhyapadhya. This Is A Saraswati Puja Special Bengali Song.
- Song : Amaroto Gaan Chilo
- Movie : Dolan Chapa
- Singer : Kishore Kumar
- Music : Kanu Bhattacharya
- Lyrics : Pulak Bandhyapadhya
- Director: Sujit Guha
- Producer: Shankar Ghosh
- Label: MAYUR CASSETTES (Gathani)
Amaroto Gaan Chilo Lyrics In Bengali :
আমারও তো গান ছিলো সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। (x2)
জানিনা কি অপরাধে শোনাতে এসে গান
বাঁধা বীণা ছিঁড়ে গেল ভেঙে গেল প্রাণ (x2)
কত সুখ পেল বিধি তার এ লিখনে..
আমারও তো গান ছিলো সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে।
তোমাদের কাছে শুধু জেনে যেতে চাই
নিয়তির চেয়ে বড় কিছু কি গো নাই (x2)
ভালোবাসা রাজার রাজা নয় কি ভুবনে..
আমারও তো গান ছিলো সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে।
ভালোবাসা নিয়ে এসো কাছেতে আমার
সুর খুঁজে পাবো আমি কন্ঠে আমার (x2)
জ্বালো গো আলোর শিখা আঁধারের কোণে..
আমারও তো গান ছিল সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে,
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে..