Originally recorded in 2011 by Habib Wahid & Nancy, here is presenting a brand new (reprise version) of the hit duet tumi je Amar thikana newly sung by Habib & Nancy in 2019. This song was wonderfully penned by Ilias Molla.
Tumi Je Amar Thikana Lyrics by Habib Wahid And Nancy :
- Song: Tumi Je Amar thikana
- Singers: Habib & Nancy
- Tune & music: Habib Wahid
- Lyrics: Ilias Molla
- Video Production: HW Productions
Tumi Je Amar Thikana Song Lyrics In Bengali :
মনের ভাষা বলেছি,
সুখের আশা করেছি,
তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি।
জীবন জুড়ে তুমি থাকোনা
তুমি যে আমার ঠিকানা,
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।
মনের ভাষা বলেছি,
সুখের আশা করেছি,
তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি।
মেহেদী রাঙা এই দু’হাতে
রাখি তোমায় জড়িয়ে,
হাসিতে আর ফুল সোহাগে দেবো ভরিয়ে।
একটি দুটি মায়াবী রাতে
কে যে আলো জ্বালিয়ে,
মন যেতে চায়, তাই মন দিয়েছি।
বলিনি আমি তোমাকে ছাড়া
যাবো অন্য পথে,
তুমি যেওনা যেন আমার আড়ালে।
জীবন জুড়ে তুমি থাকোনা
তুমি যে আমার ঠিকানা,
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।
মনের ভাষা বলেছি,
সুখের আশা করেছি,
তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি।
বন্ধু হলাম দুঃখ রাতে
তুমি আমি দুজনে,
হয়তো সেই ভুল আঁধারে
পাবো আলো জীবনে।
কখনো রোদ ইন্দ্রধনু আমাদের বাগানে
কখনো আসে যায় সঙ্গোপনে..
বলিনি আমি তোমাকে ছাড়া
যাবো অন্য পথে,
তুমি যেওনা যেন আমার আড়ালে।
জীবন জুড়ে তুমি থাকোনা
তুমি যে আমার ঠিকানা,
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।
মনের ভাষা বলেছি,
সুখের আশা করেছি,
তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি।