- Asha Chilo Bhalobasha Chilo Song Is Sung by Kishore Kumar from Anand Ashram Bengali Movie. Starring: Uttam Kumar And Sharmila Tagore. Music composed by Shyamal Mitra And Bangla song lyrics written by Gauriprasanna Mazumder.
- Movie Name : Ananda Ashram
- Song Name : Asha Chilo Valobasha Chilo
- Singer : Kishore Kumar
- Lyricist : Gauriprasanna Mazumder
- Directed by : Shakti Samanta
- Cinematography : Aloke Dasgupta
- Label : Rajshri Bengali
Asha Chilo Bhalobasha Chilo Lyrics In Bengali :
আশা ছিলো, ভালোবাসা ছিলো
আজ আশা নেই, ভালোবাসা নেই (x2)
এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ, হাতে হাত,
কথা যেত হারিয়ে (x2)
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই,
আশা নেই, ভালোবাসা নেই।
আশা ছিলো, ভালোবাসা ছিলো
আজ আশা নেই, ভালোবাসা নেই।
আজ তুমি কতদূরে, মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছো,
ব্যথা ভরা স্মরণে (x2)
ফিরে চলে যায় যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই,
আজ আশা নেই, ভালোবাসা নেই।
আশা ছিল, ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই।