Assash Lyrics ( আশ্বাস ) – Noble Man is a latest Bangla song. Song of আশ্বাস ( Assash ) lyrics sung by Noble Man. This song written by Abdulah Al Mamun. Song of Assash lyrics started by the line of নিজের বলতে কেউ নেই and in the pronunciation of English language is Nijer bolte keu nei. This beautiful song music composition by Salman Jaim. Assash song released in YouTube on the date of 24 December, 2021. This song create not too much hype in YouTube after released. Assash song tuning also by Salman Jaim.
Assash song DOP by Tasrif Farabi. This song got a music label which name is Boss Multimedia. So, let’s know the song of Assash lyrics and also play the music video in below.
Song Name | Assash ( আশ্বাস ) |
Singer | Noble Man |
Songwriter | Abdulah Al Mamun |
Language | Bangla |
Music | Salman Jaim |
Released Date | December 24, 2021 |
Label | Boss Multimedia |
Assash Lyrics – Noble Man
নিজের বলতে কেউ নেই
নিজেই নিজের ছায়া
নুইয়ে পড়া গাছ একটা আকাশ
হয়ে গেছে যারা
নিজের বলতে কেউ নেই
নিজেই নিজের ছায়া
পুড়ে গেছে আলো লক্ষ্যহীন
আমি একলা এক তারা
নদীর ঢেউ এ মন ভেজাবে
নদীর ঢেউ নেই
ভাঙ্গা সাঁকো দাড়িয়ে আছে
আর ভাঙ্গার কিছু নেই
অন্ধকারে নিভে গেছে
জীবিত লাশের শ্বাস
তোমরা সবাই বেঁচে আছো
একটাই আশ্বাস
কেউ আসে কেউ যায়
এমন নিয়মে তুমিও তাই
পড়ে গেছি এই জীবনের ফাকে
আমারতো ছবি বা কে আঁকে
আমি মরে গেলে বেঁচে যাব
মরে গেলে বেঁচে
আমি মরে গেলে বেঁচে যাব
মরে গেলে বেঁচে
আমি মরে গেলে বেঁচে যাব
মরে গেলে বেঁচে
আমি মরে গেলে বেঁচে যাব
মরে গেলে বেঁচে