Banshi Keno Gay Lyrics – Lata Mangeshkar

Banshi Keno Gay Song Is Sung by Lata Mangeshkar. Cover Version Song Is Sung by Aditi Chakraborty. Music Composed by And Song Lyrics In Bengali Written by Salil Chowdhury.

 

  • Song : Banshi Keno Gaay
  • Singer : Lata Mangeshkar
  • Music : Salil Chowdhury
  • Lyricist : Salil Chowdhury
  • Label : Saregama India Ltd
  • Cover by : Aditi Chakraborty

Banshi Keno Gay Song Lyrics In Bengali :

ও বাঁশি হায় ..
বাঁশি কেন গায়, আমারে কাঁদায়
কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়, আ আ আ..
বাঁশি কেন গায়।
ও বাঁশি
কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে
হৃদয় মাতাল হত ফাগুনের গন্ধে,
কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে
হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে।
সে গেল কোথায়?
আমি বা কোথায়?
যদি না জানা, আ আ আ..
বাঁশি কেন গায়, আমারে কাঁদায়
কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়, আ আ আ..
বাঁশি কেন গায়।
ও বাঁশি
তমাল কদম্ব আমার গোপিনী সখিনী
যমুনা উজান গেছে আর তো দেখিনি,
তমাল কদম্ব আমার গোপিনী সখিনী
যমুনা উজান গেছে আর তো দেখিনি।
সবই যদি যায়,
ধূলিতে মিলায়,
তবু কেন হায়, আ আ আ..
বাঁশি কেন গায়, আমারে কাঁদায়
কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়, আ আ আ..
বাঁশি কেন গায়।
ও বাঁশি ….
Previous articleChirodini Tumi Je Amar – Lyrics – Amar Sangi – Kishore Kumar
Next article
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.