Chirodini Tumi Je Amar Lyrics From Amar Sangi Bengali Movie . This Beautiful Song Sung By Kishore Kumar. Music Composed By Bappi Lahiri. Starring: Prosenjit Chatterjee, Vijeta Pandit, Subhendu Chatterjee, Sakuntala Barua, SumitraBandyopadhayy
- Movie Name – Amar Sangi
- Singer – Kishore Kumar
- Music Composer – Bappi Lahiri
- Lyrics – Pulak Bandhopadhyay
Chirodini Tumi Je Amar Lyrics In Bangla:
চিরোদিনি তুমি যে আমার,
যুগে যুগে আমি তোমারি (x2)
আমি আছি, সেই যে তোমার,
তুমি আছো সেই আমারি
সঙ্গী.. সঙ্গী.. আমরা অমর সঙ্গী।
এত কাছে রয়েছো তুমি,
আরো কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই (x2)
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি?
সঙ্গী.. সঙ্গী.. আমরা অমর সঙ্গী।
এ জীবন ফুরিয়ে যেদিন
পাব এক নতুন জীবন,
সেদিনও হবে একাকার,
দুজনার এই দুটি মন (x2)
হৃদয়ের সব কবিতা
ঝরে পড়ে ছন্দকারে।
চিরদিনই তুমি যে আমার,
যুগে যুগে আমি তোমারই
আমি আছি, সেই যে তোমার,
তুমি আছো সেই আমারই।
সঙ্গী.. সঙ্গী..আমরা অমর সঙ্গী।