The song is composed by Chondrobindu Bangla Band Aaj Amar Vetor Jurei Shudhu Neshar Bosobas Bengali Song Sung by And Bangla Song Lyrics Written by Arman Alif.
- Vocal, Lyrics & Tune: Arman Alif
- Composition: Band Chondrobindu
- Guitar: Arman Alif
- Guitar (Bass): Sohan
- Keyboard: Antar
- Flute: Sabbir
- Drums: Hasan
- Percussion: Mehedi
- Record & Mix: Rossen
- Produced By: G-Series
Nesha Lyrics
তোমার নেশায় পইরা
আমি হইলাম দিওয়ানা
তোমার জন্য হারায় গেলো
আমার ঠিকানা
তোমার মতোই থাকলা
তুমি খবর নিলা না
তোমার কাজল রঙে রাঙাও
তুমি কার আঙিনা ? (x2)
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না।
হে.. থাকতে হবে তোমায়
ছাড়া কথা ছিলো না
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে
তুমি থাকো না
আমার লাল রঙা হৃৎপিন্ড
হইতেছে কালো
কলিজাটা যাক পুড়ে
তবু তুমি থাকো ভালো। (x2)
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না।
আমি যেনো কোনদিনও
সিগারেট না ছুঁই
বলতা তুমি করতা শাসন
লাগতো রে ভালোই
আজ নিকোটিনে হইছে কালো
ভেতর ঘরের সব
এখন শাসন করা মায়াবতি
কই গেলো কই ? (x2)
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না (x2)