Sorbonash Lyrics by Arman Alif Bangla Song 2018. Music composed by Sahriar Rafat And Bengali song Lyrics written by Mehedi Hasan Limon. Starring: Ovi Pramanik, Adiva Eva And Shams. Video Song Directed by Saikat Reza.
- Song Name: Sorbonash
- Singer: Arman Alif
- Tune & Music: Sahriar Rafat
- Lyrics: Mehedi Hasan Limon
- Director: Saikat Reza
- Cinematography: Bikash Saha
- Edit & Color: Rejaul Raju
- Guitar: Rajib Ghosh
- Production: SR Film
- Label: Central Music and Video [CMV]
Sorbonash Lyrics
আমি আসবো না ভালোবাসবো না যাবো চলে
তোমার চোখে যেন জল আসে না
তোমার কান্না সইতে পারি না
বারুদ রাখা বুকের ভেতর কালো গলিটায়
আমায় তুমি দুর্বল করো না
তুমি আমার সর্বনাশ জানো না
তোমার তরে ঘৃণা আমার শিরায় শিরায়।
পরিত্যক্ত গ্রহণযোগ্য আমার স্বপ্ন গুলো
ধুলো জমে জমে দিনে দিনে পুরোনো হলো।
আমি আসবোনা ভালোবাসবো না যাবো চলে
যেখানে তারারা কষ্ট নিয়ে মিটি মিটি জলে
থাকবো নিজে নিজের মতো যেখানে যত দূরে
দেহে আমি আছি বেঁচে ভেতরে গেছি মরে
রা রারা রা..
স্বপ্ন দেখে কত রাত নিঝুম,
কাটিয়েছি চোখে নেই ঘুম
আজ এষ্ট্রে টায় সুখ পুড়ে পুড়ে ছাই
অবহেলিত এখন এই আমি,
কষ্ট লুকিয়ে হাঁসতে জানি
আগের মতো পাগল আমি আর নেই।
পরিত্যক্ত গ্রহণযোগ্য আমার স্বপ্ন গুলো
ধুলো জমে জমে দিনে দিনে পুরোনো হলো।
আমি আসবোনা ভালোবাসবো না যাবো চলে
যেখানে তারারা কষ্ট নিয়ে মিটি মিটি জলে
থাকবো নিজে নিজের মতো যেখানে যত দূরে
দেহে আমি আছি বেঁচে ভেতরে গেছি মরে
একবারও কি ভুল করে,
কখনো কোনো স্মৃতির ভিড়ে
তোমার প্রতারক মন গলে না হায়
ঝাপসা আলোয় বদ্ধ ঘরে,
তোমার বিষাক্ত স্বাশ পড়ে
কার বুকে আজ সুখের সুবাস ছড়াও ?
পরিত্যক্ত গ্রহণযোগ্য আমার স্বপ্ন গুলো
ধুলো জমে জমে দিনে দিনে পুরোনো হলো।
আমি আসবোনা ভালোবাসবো না যাবো চলে
যেখানে তারারা কষ্ট নিয়ে মিটি মিটি জলে
থাকবো নিজে নিজের মতো যেখানে যত দূরে
দেহে আমি আছি বেঁচে ভেতরে গেছি মরে
রা রারা রা..