Dawttok Song Is Sung by Anupam Roy from Maacher Jhol Bengali Movie. Starring: Ritwick Chakraborty, Paoli Dam, Arjun Chakraborty, Mamata Shankar And Kaya Blocksage.
- Song Name : Dawttok
- Movie Name : Maacher Jhol
- Vocal, Music & Lyrics : Anupam Roy
- Directed by : Pratim D. Gupta
- Music Label : Zee Music Company
Dawttok Song Lyrics In Bengali :
এখনো কিছুটা আলো
ফোঁটা বাকি আছে আকাশে,
এখনো কিছুটা আলো
ফোঁটা বাকি আছে আকাশে,
নিঃসঙ্গতা দূরে ফেলে রেখে তাই
পালাবো তোমার হাত ধরে,
যত দূরে যাই
তোমাকে বুকের ভেতরে,
বয়ে নিয়ে বেড়াই ..
এখনো ভাঙা জামার বোতামে বাঙালি সুর
বুনেছে আমায়, বুনেছে কিসের মায়ায়।
বাড়িতে আমিও ফিরি রোজ
ঘরে ফেরা তাও হয় না,
আমাকে পারলে দত্তক নিয়ে নাও
পালাবো তোমার হাত ধরে,
যত দূরে যাই তোমাকে
বুকের ভেতরে বয়ে নিয়ে বেড়াই ..
যতবার রাস্তার দু’ধারে যেই বুলিয়ে চোখ
মনের এককোণে, শুধু বাড়ে ওজনে।
বাড়িতে আমিও ফিরি রোজ
ঘরে ফেরা তাও হয় না,
আমাকে পারলে দত্তক নিয়ে নাও
পালাবো তোমার হাত ধরে,
যত দূরে যাই তোমাকে
বুকের ভেতরে বয়ে নিয়ে বেড়াই ..