Keno Erokom Kichu Holo Na Lyrics from Posto The song is sung by Nachiketa Chakraborty Music composed by Anupam Roy Directed by Nandita Roy and Shiboprosad Mukherjee Starring: Soumitra Chatterjee, Lily Chakraborty, Jisshu Sengupta, Mimi Chakraborty And Others.
- Movie: Posto Song: Keno Erokom Kichu Holo Na (কেনো এরকম কিছু হলো না)
- Singer: Nachiketa Chakraborty
- Music & Lyrics: Anupam Roy
- Directed by: Nandita Roy and Shiboprosad Mukherjee
- Star Cast: Soumitra Chatterjee, Jisshu Sengupta, Mimi Chakraborty
- Produce by: Windows, Prabhat Roy & Ganapati Production
- Music Label : WINDOWS
Keno Erokom Kichhu Holo Na Lyrics In bengali :
কেনো এরকম কিছু হলো না
কেও কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তোলে না
প্রিয় আঙ্গুল আর উল বুনে না
থেমে গেছে সব।
উত্তর মিলছে কোথায়
কি লেখা শালিকের ডানায়
কার কোলে রাখবো মাথা
ফিরবো কোথায় তা জানি না (x2)
কেনো এরকম ধুলো জমে না
এই কষ্ট গুলো কমে না
চোখ তাকালেই যদি দেখতাম
ঢেকে গেছে সব।
বহুতল স্বপ্নের মতো
কে কোন তলায় কে তা জানে
আমার দখলে শুধু
এক শূন্যস্থান এখানে (x2)
কেনো এরকম কিছু হলো না
কেউ কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তোলে নেয়
প্রিয় আঙ্গুল আর উল বনে না
থেমে গেছে সব।