Dharanir Pathe Pathe Song Is Sung by Lata Mangeshkar from Abaak Rater Tara Bengali Album. Music Composed by Salil Chowdhury. Dhoronir Pothe Pothe Dhuli Hoye Roye Jabo Lyrics Cover version Song Is Sung by Swagatalakshmi Dasgupta from Alor Pathojatri Bangla Album.
- Song : Dharanir Pathe Pathe Dhuli Hoye
- Album Name : Abaak Rater Tara
- Singer : Lata Mangeshkar
- Music : Salil Chowdhury
- Label : Saregama India Ltd
Dharanir Pathe Pathe Song Lyrics In Bengali :
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না,
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না।
কত গান কত আশা
কত ছিল ভালবাসা, মগ্ন স্বপন
এ পথেরই দুই ধারে
বীজেরই মতন তারে করেছি বপন।
পথিক যখন যাবে তরু শাখা পল্লবে
কিছু ছায়া হয়ে রবে, মোর বাসনা..
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না,
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না।
জনম জনম ধরে
পতাকার মত করে নিয়ে ইতিহাস,
যেতে যেতে ক্রমে ক্রমে
কখন গিয়েছে থেমে ভেঙ্গে গেছে শ্বাস।
তুমি যদি কাল আসো
নতুনেরে ভালোবাসো
আঁধারেতে জ্বেলে নিও, মোর সাধনা ..
ধরণীর পথে পথে ধুলি হয়ে রোয়ে যাবো
এই কামনা, আর কিছু না,
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না।